বোরহানউদ্দিনে ইমাম হুসাইন (আ.) এর শাহাদতের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা

বোরহানউদ্দিনে ইমাম হুসাইন (আ.) এর শাহাদতের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা
ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পবিত্র আশুরা উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ(সা.)এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন এর শাহাদতের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে শাহাদতবার্ষিকী উদযাপন কমিটির ব্যানারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা আলেম সমাজের নেতা বাটামারা পীর মাও. মুহিববুল্লাহ। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক সরকারি আবদুল জব্বার েেকলজের সহকারী অধ্যাপক মো. মোহসিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক শেখ মো. শহীদুজ্জামান। 

মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ ইউনির্ভাসিটির গণিত বিভাগের ফ্যাকাল্টি মেম্বার ড. মু. মাঈন উদ্দিন। আলোচক হিসেবে আরো বক্তৃতা করেন, চট্রগ্রাম সদরঘাট মসজিদের ইমামে জুমা ও জামাত মাও. আমজাদ হোসেন। 
বক্তারা বলেন, ইমাম হুসাইন (আ.) এর আদর্শ লালন ও পালন করা উচিত। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি । ইমামের শাহাদাত মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের দিকে ধাবিত করে। ইসলামের শুকনো বাগানে তিনি নিজের রক্ত দিয়ে সতেজ করে গেছেন । আলোচনা সভা শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 

লালমোহননিউজ/ -এইচপি