লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর জীবন শেষ

লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর জীবন শেষ
শিশু সিনথিয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেন চিকিৎসক। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. সিনথিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু সিনথিয়া ওই এলাকার মো. ছিদ্দিকের মেয়ে।

জানা যায়, সকালে ঘরে কাজ করছিলেন ওই শিশুর মা রোজিনা বেগম। এ সময় তার পাশ থেকে কিছু না বলেই  চলে যায় শিশু সিনথিয়া। কিছু সময় পর ওই শিশুকে খুঁজতে শুরু করেন তার মা। এক পর্যায়ে বসতঘরের পাশের পুকুরে শিশু সিনথিয়াকে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন রোজিনা বেগম। এরপর চিকিৎসার জন্য ওই শিশুর স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সিনথিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি