লালমোহনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত
বৃদ্ধ লাল মিয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পুলিশ।

ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে মো. লাল মিয়া নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কূলচড়া এলাকার বানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ লালমোহন পৌরসভার লাঙ্গলখালী এলাকার বাসিন্দা।

জানা গেছে, বৃদ্ধ লাল মিয়ার নিজ বাড়ি লালমোহন পৌরসভার লাঙ্গলখালী হলেও তিনি দীর্ঘদিন পর্যন্ত  কূলচড়া এলাকায় তার ছেলের শ্বশুর বাড়িতে থাকছেন। সেখানে থেকে ছেলের শ্বশুরের সম্পত্তির দেখাশুনা করছেন তিনি।

শনিবার সকাল ১০ টার দিকে বৃদ্ধ লাল মিয়া বাগানে গিয়ে সুপারি পাড়তে গাছে উঠেন। এরপর ওই গাছের পাশে থাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এ সময় বিকট শব্দে গাছের ওপর থেকে নিচে পড়ে যান বৃদ্ধ লাল মিয়া। বিদ্যুতায়িত হওয়ায় তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। যার ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

লালমোহননিউজ/ -এইচপি