লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। ছবি: লালমোহন নিউজ

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও মোবাইল ফোনের অপব্যবহারসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষে ভোলার লালমোহনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে প্রায় তিনশত শিক্ষার্থীকে নিয়ে এ সভার আয়োজন করে লালমোহন থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন।

এ সময় আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান কামরুল, সহকারী প্রধান শিক্ষক মো. সামছুদ্দিন, সহকারী শিক্ষক মইনুল হোসেন, নূরুজ্জামান এবং মো. মফিজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি