হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চট্রগ্রাম রাউজান নোয়াপাড়া এলাকা থেকে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. সাইফুল ইসলাম (৪১) নামের এক রাজমিস্ত্রীর ঠিকাদার।
গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় নোয়াপাড়া ১ নম্বর ওয়ার্ড নেজাব আহম্মদের কলোনি'র ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। এরপর বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ঘটনার একদিন পর রাউজান থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার।
নিখোঁজ সাইফুল ইসলাম ভোলা লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের চরটিটর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম রাউজান থানার নোয়াপাড়া এলাকায় রাজমিস্ত্রীর ঠিকাদারের কাজ করেন।
নিখোঁজ সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার বলেন, গত মঙ্গলবার সকাল ৮ টার সময় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সকাল ৯ টার সময় আবার বাসায় ফিরে কিছু কাগজপত্র, ও আকাশী রঙের গ্যাবার্ডিন প্যান্ট, কালো রঙের গেঞ্জি, মাথায় ক্যাপ পড়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। থানায় অভিযোগ দায়ের করেছি। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি। আমার স্বামীকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে পেতে পুলিশ প্রশাসন সহ বাংলাদেশ সরকারের সহযোগীতা কামনা করছি।
নিখোঁজ সাইফুল ইসলামের খালাতো ভাই মো. অলিউল্লাহ ঠিকাদার বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় সজন থেকে পরিচিত এমন কোনো যায়গা নেই খোঁজ নেয়নি। কোথায়ও পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্নভাবে তাঁর সন্ধানের চেষ্টা করছি। আল্লাহ যেন খুব দ্রুত সময়ের মধ্যে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন এই দোয়া কামনা করি।
রাউজান নোয়াপাড়া ফাঁড়ি থানার ইনচার্জ এসআই টুটন মজুমদার বলেন, নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধানে পুলিশের একটি টিম কাজ করছে।
লালমোহননিউজ/ -এইচপি