লালমোহনে সূর্যমুখির চাষ বেড়েছে পাঁচগুণ

লালমোহনে সূর্যমুখির চাষ বেড়েছে পাঁচগুণ
ছবি: লালমোহন নিউজ

হাসান পিন্টু, লালমোহন (ভোলা): বিগত বছরের চেয়ে এ বছর ভোলার লালমোহনে সূর্যমুখির চাষ বেড়েছে পাঁচগুণ। গত বছর লালমোহনে ৩২ হেক্টর জমিতে সূর্যমুখির চাষ হয়েছিল। এ বছর যার পরিমাণ বেড়ে ১৬২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। চলতি বছরে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কৃষকরা সবচেয়ে বেশি সূর্যমুখির চাষ করেছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর লালমোহনে চাষাবাদকৃত জমিতে ৩৯০ মেট্রিক টন সূর্যমুখির বীজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখান থেকে অন্তত ১ লক্ষ ৫৬ হাজার লিটার তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার লালমোহন ইউনিয়নের সূর্যমুখি চাষি মো. বজলু ও শাখাওয়াত হোসেন বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে এ বছর প্রথমবারের মতো সূর্যমুখি চাষ করেছি। জমিতে ফলনও ভালো হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে আশা করছি এই সূর্যমুখি চাষ করতে যা খরচ হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হবো।

এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, কৃষি অফিসের নানামুখি পদক্ষেপের কারণে এবছর উপজেলায় সূর্যমুখি চাষ অনেক বৃদ্ধি পেয়েছে। এবার ফলনও অনেক ভালো হয়েছে। আশা করছি সবকিছু ঠিক থাকলে চাষিরা তাদের ফলনের ন্যায্য মূল্য পেয়ে অধিক লাভবান হবেন।

তিনি আরো জানান, সূর্যমুখি তেলে পুষ্টিগুণ অনেক বেশি। অধিক হারে এর চাষ বৃদ্ধি পেলে পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ হবে বলে মনে করছি। আগামীতেও কেউ যদি নতুনভাবে সূর্যমুখি চাষে আগ্রহী হয়, তাহলে আমরা সব সময় তাদের পাশে থাকবো।