লালমোহনে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

লালমোহনে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা
ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজিয়া বেগমের সভাপতিত্বে এবং দক্ষিণ লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ হোসেনের সঞ্চালনায় এ সময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল কবির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিনসহ ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লালমোহন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন পদোন্নতি পেয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

লালমোহননিউজ/ -এইচপি