লালমোহনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

লালমোহনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে পৌর শহরের থানার মোড়ে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এ দেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবিদের হত্যা করে। তারা ভেবে ছিল এদেশকে মেধাশূন্য করতে পারলে বাঙালি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ বাঙালি জাতি শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে শক্তিকে পরিণত করে এখন স্বমহিমায় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি মো. সিরাজুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি