বোরহানউদ্দিনে দাফনের ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

বোরহানউদ্দিনে দাফনের ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
ছবি: লালমোহন নিউজ

জে.এম.মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): জুলাই আন্দোলনে ঢাকার নারায়নগঞ্জে নিহত হওয়ার ৫ মাস পর ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের মোঃ ইয়াছিন (১৮) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের লাল মিয়া গাজীর ছেলে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ইয়াছিন গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যায়। পরে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ীতে এনে তার মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়। পরবর্তীতে তার ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল আদালতের আদেশে তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

এসময় নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ইমানুর হোসেন, ডাঃ শাশ্বত মিস্ত্রী চন্দন উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

লালমোহননিউজ/ -এইচপি