নৌ-বাহিনীর অভিযানে লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

লালমোহন নিউজ।।
নৌ-বাহিনীর অভিযানে ভোলার লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার লালমোহন পৌর শহরের উত্তর বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব জাল জব্দ করে। জব্দকৃত জালসমূহ ভোলা সদরে নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে ৫টি অবৈধ জালের গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলি আহমেদ আখন্দ, লালমোহন থানার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় প্রায় ২ লক্ষ ২৭ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।