লালমোহনে নার্স-মিডওয়াইফদের এক দফা দাবিতে ফের কর্মবিরতি

ভোলার লালমোহন উপজেলায় এক দফা দাবিতে ফের ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন কর্তব্যরত নার্স এবং মিডওয়াইফরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতি থেকে- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওইসব পদে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি জানানো হয়।
লালমোহননিউজ/ -এইচপি