লালমোহন সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রচারণার ব্যাপারে থানায় জিডি

লালমোহন নিউজ | লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও আহবায়ক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব (প্রস্তাবিত কমিটি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নামে ভুয়া আইডি ব্যবহার করে ফেসবুকে মিথ্যা প্রচারণার ব্যাপারে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-৪১৭।
শহিদুল ইসলাম হাওলাদার জানান, গত ৭ জুলাই ২০২৫ ইং তারিখের জিহাদ রেহমান এবং মুজিব সেনা নামে ফেসবুক আইডিতে আমার নামে মিথ্যা এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যে মূলক ভাবে প্রচারণা চালাচ্ছে ল ফ্যাসিষ্ট সরকারের নেতাদের ছবি দিয়ে। অজ্ঞতা নামা কে বা কাহারা উক্ত ফেসবুক একাউন্টগুলো পরিচালনা করে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি বিভিন্ন ভাবে চেষ্টা করেও তাদেরকে সনাক্ত করতে পারিনাই। উক্ত দুইটি ফেসবুক প্রচারণা কারীদের সনাক্ত করতে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে সাধরণ ডায়েরি করা হয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে উক্ত আইডিগুলো সনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হবে।