ভোলা-বরিশাল সেতুর দাবিতে লালমোহনে ছাত্র ও জনতার মানববন্ধন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে লালমোহনে ছাত্র ও জনতার মানববন্ধন
ভোলা-বরিশাল সেতুর দাবিতে ২০ নভেম্বর লালমোহন চৌরাস্তায় ছাত্র ও জনতার মানববন্ধন।

লালমোহন নিউজ।।
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন আয়োজন করে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মানুষও অংশ নেয়।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি জেলা। কিন্তু সেতু না থাকায় ভোলার সঙ্গে বরিশাল ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতু নির্মাণ হলে ভোলার সঙ্গে বরিশালসহ ঢাকায় যাতায়াত অনেক সহজ হবে, সময় ও খরচ কমবে এবং ব্যবসা-বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে। কিন্তু ভোলাকে মূল ভূখন্ডের বাইরে রেখে যুগ যুগ ধরে বঞ্চিত করা হচ্ছে ভোলাবাসীকে। ভোলার সম্পদ প্রাকৃতিক গ্যাস, ধান, সুপারী, ইলিশ সারাদেশের চাহিদা মেটাতে অন্যতম ভূমিকা রাখছে। 

বক্তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর স্বপ্ন নয়—এটি দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই সেতু নির্মাণ হলে পর্যটন, শিল্পকারখানা, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। ভোলার অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ভোলা-বরিশাল সেতুর অভাবে প্রতিদিন যাতায়াত ও জরুরি সেবায় সমস্যায় পড়তে হয়। একজন শিক্ষার্থী বলেন, “সেতুটি হলে আমরা খুব সহজে ঢাকা- বরিশালে যেতে পারব। পড়াশোনা, চাকরি ও চিকিৎসার জন্য আর অতিরিক্ত সময় ও খরচ লাগবে না।”

মানববন্ধনে আয়োজকরা সরকারের কাছে দ্রুত ভোলা-বরিশাল সেতুর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। একইসঙ্গে তারা এই আন্দোলন ভবিষ্যতেও চলমান রাখার ঘোষণা দেন।