বোরহানউদ্দিনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বোরহানউদ্দিনে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতিকী ছবি

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আয়েশা ওই এলাকার জেলে সালাউদ্দিনের কন্যা।

ওই শিশুর চাচা মো. মাইনুদ্দিন জানান, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে সকলের অগোচরে আয়েশা ঘর থেকে বাহিরে বের হয়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পাশে থাকা পুকুরের পানিতে আয়েশাকে ভাসতে দেখে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি