শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

ডেস্ক রিপোর্ট : নাগরিক উন্নয়ন ফোরাম- লালমোহন ও তজুমদ্দিন এর চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকা'র সার্বিক সহযোগিতা ও উৎসাহে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। এই টুর্নামেন্টে শুধু খেলাই নয়, ছিল বন্ধুত্ব, একতা এবং ভ্রাতৃত্বের অপূর্ব মেলবন্ধন। এলাকার যুব সমাজকে এগিয়ে নেওয়ার এই প্রয়াস নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার বার্তা বহন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম (লালমোহন ও তজুমদ্দিন) এর লালমোহন উপজেলার অন্যতম সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত, চাচড়া ইউনিয়ন নাগরিক উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল্লাহ আল নোমান,
তজুমদ্দিন উপজেলার অন্যতম সমন্বয়ক ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ লোকমান হোসেন, ইসলামী ছাত্রশিবির, ভোলা জেলার ক্রীড়া সম্পাদক হাফেজ ইমাম উদ্দীন,
চাঁচড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমতিয়াজ আহমেদ, চাঁচড়া ইউনিয়ন নাগরিক উন্নয়ন ফোরামের সমন্বয়ক এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান নাগরিক উন্নয়ন ফোরাম- লালমোহন ও তজুমদ্দিন সবসময়ই এলাকার উন্নয়ন, একতা ও শান্তির জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। খেলা হোক সম্প্রীতির, এগিয়ে যাক আমাদের সমাজ।