বড় ভাইকে পিটিয়ে হত্যা

বড় ভাইকে পিটিয়ে হত্যা
প্রতিকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাদিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাই নাঈমের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভার রামচন্দ্রপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। রাতে নাদিমের স্ত্রী থানায় মামলা করলে গভীর রাতেই দেবর নাঈমকে গ্রফতার করে পুলিশ। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা।

নিহতের স্ত্রী শাহিনুর বলেন, শুক্রবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী নাদিম তার মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি তার মাকে ধাক্কা দিলে আমার দেবর নাঈম ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর ওপর হামলা চালান। এ সময় আমার শাশুড়ি ও জা (নাঈমের স্ত্রী) তার ওপর হামলা চালান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। 

তিনি আরো বলেন, বিকেলে আমার স্বামী আমাকে বলেন, আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নাও। হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিতেই সন্ধ্যার পরে তিনি মারা যান। আমার দেবর নাঈম আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ হত্যার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নাঈম বলেন, ‘আমার মাকে মেরেছে শুনে আমি বাড়িতে এসে এর কারণ জিজ্ঞাস করলে নাদিম ভাই আমার ওপর আক্রমণ করেন। কাঠ দিয়ে পিটিয়ে সে আমার হাত ভেঙে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিতে যাই। এর মধ্যে শুনি আমার ভাই মারা গেছেন’।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার ডান পায়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। রাতেই নাদিমের স্ত্রী মামলা দায়ের করেছেন৷ গভীর রাতেই অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি