বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীও ফেল

বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীও ফেল
ছবি: অনলাইন

কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল একজন শিক্ষার্থী। ঐ শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।

শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানান যায়। এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এই পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হক জানান, এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল দুইজন শিক্ষার্থী। তবে একজন পরীক্ষায় অংশ নিয়েছিল। সেও পাস করতে পারেনি। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, কোনো প্রতিষ্ঠানে আগামীতে যাতে এ ধরনের ফলাফল না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।

লালমোহননিউজ/ -এইচপি