একশত টাকার জন্য নানাকে খুন

রাজশাহীর বাঘায় দিনে-দুপুরে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খাকছার আলী (৪০) নামে সাইকেল মেকানিককে হত্যার মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যার ১৯ দিন পর শুক্রবার সন্ধ্যায় ওই আসামিকে গ্রেফতার করা হয়। আসামির নাম আবির হোসেন (২০)। তিনি একই উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, আসামি ভিকটিমের নাতি। ঘটনার দিন খাকছার আলীর কাছে ১০০ টাকা চান মাদকাসক্ত আবির হোসেন। টাকা দিতে না চাওয়ায় ক্ষোভে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান।
তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করতে না পারলেও ১৯ দিন পর আসামিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। তাকে শনিবার দুপুরে রাজশাহীর আমলী আদালতে নেয়া হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।
গত ১৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বাঘা উপজলোর দিঘা বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খাকছার আলী (৪০) বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
লালমোহননিউজ/ -এইচপি