ছোবল দেওয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

ছোবল দেওয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় বাদাম তুলতে গিয়ে রাসেল ভাইপার সাপের ছোবলে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক আহত হয়েছেন। পরে সাপটিকে মেরে সাপসহ হাসপাতালে উপস্থিত হন ওই কৃষক।

শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। আহত মধু বিশ্বাস চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, বাদাম তোলার সময় আমাকে সাপ ছোবল দেয়। এ সময় আমার চিৎকারে আশপাশের অন্য কৃষকরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপসহ আমি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, এক কৃষক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রাসেল ভাইপার ছোবল দিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ওই কৃষককে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

লালমোহননিউজ/ -এইচপি