এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লালমোহন থেকে দুই শতাধিক শিক্ষক মহাসমাবেশের উদ্দেশ্য যাত্রা
লালমোহন নিউজ:
শতভাগ উৎসব ভাতা, ৪৫% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। মঙ্গলবার বিকেলে লালমোহন নাজিরপুর লঞ্চঘাট থেকে ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্য এমবি মানিক ১১ লঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ যাত্রা শুরু করেন। আগামীকাল বুধবার সকালে ঢাকা সদরঘাট থেকে একত্রে মহাসমাবেশ যোগদান করবেন।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষকগণ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সরকারি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। অথচ কারিকুলাম ও পাঠ্যবই একই । কিন্তু সুযোগ সুবিধা থেকে এমপিওভুক্ত শিক্ষকগণ বঞ্চিত ও বৈষম্যের শিকার। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না। তাই সারা দেশের সকল শিক্ষক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমাদের বৈষম্য দূর করা ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের জন্য আগামীকাল মহাসমাবেশর মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করবো। যাতে বর্তমান সরকার আমাদের ন্যায্য দাবি গুলো মেনে নেয়।