লালমোহনে পুলিশের জালে ধরা মাদক কারবারি

ভোলার লালমোহন উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আবু ইউসুফ ও মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মাছ বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আনোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। এরআগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি