লালমোহনে গ্রাম পুলিশদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভোলার লালমোহনে ৯০ জন গ্রাম পুলিশকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম পুলিশদের হাতে এসব সামগ্রী তুলে দেন ইউএনও অনামিকা নজরুল।
এরমধ্যে ছিল- পোশাক, জুতা, মোজা, বেল্ট, ছাতা এবং টর্চ লাইট।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, গ্রাম পুলিশরা প্রত্যন্ত এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেন। তাদের জন্যই গ্রাম-গঞ্জে অপরাধ প্রবণতা কমছে। এসব সামগ্রী পেয়ে তারা আরো সুন্দরভাবে কাজ করতে পারবে বলে মনে করছি।
লালমোহননিউজ/ -এইচপি