মনপুরায় বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন
সীমান্ত হেলাল, প্রতিনিধি, মনপুরা (ভোলা): ভোলার মনপুরা উপজেলায় ৩ হাজার ৩২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের কাছ থেকে সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত জানা হয়।
লালমোহননিউজ/ -এইচপি