লালমোহনে ১০ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

ভোলার লালমোহন উপজেলায় মৎস্যসম্পদ ধ্বংসকারী অন্তত ১০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার রাত ১০ টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশনের আওতায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল উদ্ধার করা হয়।
পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। এরমধ্যে ২টি ছোট ফাঁসের পাই জাল এবং ১টি টাইগার জাল। এ জালের বাজার মূল্য অন্তত ১০ লাখ টাকা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেবের নির্দেশনায় এবং লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সার্বিক তত্ত্বাবধায়নে অভিযানে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. নূর নবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি