বোরহানউদ্দিনে ভোক্তা অধিকারের অভিযানে ৫ দোকান মালিককে জরিমানা

বোরহানউদ্দিনে ভোক্তা অধিকারের অভিযানে ৫ দোকান মালিককে জরিমানা
বোরহানউদ্দিনের দরুন বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে উপজেলার দরুন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। এ সময় তিনি ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুত রাখার দায়ে পাটোয়ারি মেডিকেল হলকে ৫ হাজার, মৃধা মেডিকেল হল, সুমা মেডিকেল হল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় রাফিন স্টোরকে ৩ হাজার টাকা করে ৯ হাজার এবং ঋত্বিক মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

লালমোহননিউজ/ -এইচপি