বোরহানউদ্দিনে ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

বোরহানউদ্দিনে ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান
ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার সাচড়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের পক্ষ থেকে সাচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ১০ ব্যক্তির হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মৃধা। 

এ সময় ইউপি সদস্য সেলিম সিকদার, সাহবুদ্দিন, মামুন খান, কালাম মীর প্রমূখ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গত ০৭ এপ্রিল হঠাৎ কালবৈশাখী ঝড়ে সাচড়া ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক সহায়তার টাকা পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা।

লালমোহননিউজ/ -এইচপি