হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হলো নবজাতক

হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হলো নবজাতক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে ফুটফুটে এক নবজাতক কন্যা সন্তানকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার রাত আড়াইটার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগারের কমোড থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই নবজাতককে হাসপাতালের এক সিনিয়র নার্সের হেফাজতে রাখা হয়। 

বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। তবে শিশুটির মায়ের সন্ধান পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত স্বেচ্ছাসেবী রেশমা খাতুন বলেন, রাত আড়াইটার দিকে এক রোগী শৌচাগারের যান। সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমাদের জানান। শৌচাগারের কমোডের মধ্যে নবজাতকের মাথা ও বাইরে দেহ দেখে আমি সিনিয়র স্টাফ নার্সকে জানায়। তাকে দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা শেষে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আমাদের ধারণা, শৌচাগারে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে। তবে আমরা অনেক খোঁজাখুঁজি করে বাচ্চার মাকে পাইনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এএসএম ফাতেহ্ আকরাম বলেন, গভীর রাতে কান্নার শব্দ শুনে মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগারের কমোড থেকে নবজাতকটি উদ্ধার করে কর্তব্যরত নার্স ও স্বেচ্ছাসেবীরা। সদর হাসপাতালের তত্ত্বাবধায়নে সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখার বাসায় রেখে ওই নবজাতকের চিকিৎসা চলছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে ওই নবজাতকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের একাধিক টিম। 

লালমোহননিউজ/ -এইচপি