সড়কে জীবন শেষ বাবা-ছেলের

মুন্সীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদন সরকার (৩২) ও তার ছেলে হোসাইন সরকার। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশায় থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, নিহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে মাসহ আরও তিনজন। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
লালমোহননিউজ/ -এইচপি