এক মাছের মূল্য ২০ হাজার

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ।বৃহস্পতিবার সকালে পদ্মা যমুনার মোহনায় দৌলতদিয়ার বাহিরচর এলাকায় জেলে কুবাত হলদারের জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটি দৌলতদিয়ার আড়তে উন্মুক্ত নিলামে তোলা হয়।
এ সময় ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মিয়া।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মিয়া বলেন, সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে একটু লাভের আশায় ১৬ কেজি ১০০ গ্রাম ওজনের কাতলাটি ১৯ হাজার ২০০ টাকায় কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করি ২০ হাজার টাকায়।
-এইচপি