চরফ্যাশনে ২ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় রাশেদা বেগম নামে ৪৫ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওই গৃহবধূর স্বামীর বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ রাশেদা একই এলাকার মো. সেলিমের স্ত্রী। এছাড়া তিনি দুই সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করেন। গৃহবধূ রাশেদা দুই সন্তানকে নিয়ে তাদের বসতঘরে থাকেন। ওই গৃহবধূ গত কয়েক বছর ধরে নানা রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। শনিবার সকালে তিনি একাই ঘরে ছিলেন। ৮ বছর বয়সী শিশু সোহেব বাহিরে খেলছিল। খেলা শেষে শিশু সোহেব ঘরে ঢুকে দেখে তার মা ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। পরে সে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূ রাশেদার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি