কবির হাওলাদার: ছাত্র নেতা থেকে যুব নেতা || মানুষের বিপদে ছুটে চলেন আপন গতিতে

লালমোহন নিউজ ।।
সফল ছাত্র নেতা কবির হাওলাদার। লালমোহন উপজেলা যুবদলের সভাপতি থেকে এবার জেলা যুবদলের সহসভাপতিও হয়েছেন তিনি। ছাত্রজীবনে সফল নেতৃত্বের কারণে উপজেলা ছাত্রদলের সভাপতির পদেও বসেছিলেন তিনি। পর্যায়ক্রমে এগিয়ে এলেন লালমোহনের রাজনীতির হট লাইনে অপ্রতিরোধ্য যুব নেতা হিসেবে। উপজেলা ছাত্রদলের ৩ বার সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং সভাপতি হয়ে দীর্ঘদিন সততা আদর্শ ও দলের প্রতি আনুগত্য তাকে নিয়ে যান সাধারণ মানুষের ভালো লাগা এবং ভালোবাসার উচ্চ শেকড়ে। দলের জন্য ত্যাগ কর্মসূচী বাস্তবায়ন, সঠিক দায়িত্ব পালন এবং যেকোনো কাজে নিজেকে আত্বনিয়োগ করাই তার কারিশমা। নেতার বিশ্বাস ও ভালোবাসায় সিক্ত হয়ে ছাত্রদল থেকে লালমোহন উপজেলা যুবদলের আহ্বায়ক হন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘশাষণামলে তাদের রোশণালে পড়ে কবির হাওলাদারের উপর নেমে আসে রাতের অন্ধকারের মতো নির্যাতন নিপিড়ন ও অত্যাচার। একের পর এক রাজনৈতিক মিথ্যা মামলা-হামলা, জেল-জুলুম সবই তিনি দৌরাত্ম্যের সাথে মোকাবিলা করেছেন। ৫৭ টি মিথ্যা মামলা একের পর এক ষড়যন্ত্র, মিথ্যা একাধিক হত্যা, গুম মামলা দিয়ে তাকে অর্থনৈতিকভাবেও মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। পারিবারিক ঐতিহ্য দিয়ে লড়াই করেছেন সত্য এবং ন্যায়ের জন্য। প্রিয়নেতা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং নেতা কর্মীদের ভালোবাসায় যোগ্যতার কারণে লালমোহন উপজেলা যুবদলের সভাপতি করা হয় তাকে। দলের প্রতি আনুগত্য ভালোবাসা ও সাধারণ কর্মীদের শতভাগ সমর্থনের জন্য খেতাব পেয়ে জান লালমোহন উপজেলা যুবদলের আইকন ও যুবরাজ হিসাবে। আর এই ঘোষণা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না হাজার হাজার যুবদলের নেতাকর্মীদের মাঝে ঘোষণা করেন। তারপর আওয়ামী শত ষড়যন্ত্র, হামলা, মামলা, নির্যাতন হলেও হাল ছাড়েননি তিনি। অবশেষে বিজয়ের পুঁথিমালা একের পর এক কবির হাওলাদারের ভাগ্যে নির্ধারণ হয়। এবার হয়ে যান ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি।
কবির হাওলাদার স্পষ্ট কথা বলেন, রাগী স্বভাবের মানুষ তিনি। দাদা মরহুম হানিফ হাওলাদার, পিতা মরহুম আলহাজ্ব মফিজুল ইসলাম হাওলাদার ছিলেন পৌরসভার প্রতিষ্ঠাকালিন কমিশনার। চাচা মরহুম এম.কামাল পারভেজ ছিলেন উপজেলার সুপরিচিতি ছাত্রনেতা। দাদা এবং নানা বাড়ি লালমোহনের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার। মামা লালমোহন পৌরসভার সাবেক মেয়র এনায়েত কবীর পাটোয়ারী ও সাবেক কাউন্সিলর মাসুদ পাটোয়ারী। এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী তার বন্ধু ও আপন মামাতো ভাই। একমাত্র সন্তান লন্ডনের গ্রীন উইস বিশ্ববিদ্যালয়ে ব্যবসা নিয়ে বিবিএ পড়ছেন।
লালমোহন পূর্ববাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি পদেও রয়েছেন তিনি। কবির হাওলাদারকে নয়ানী গ্রামের মানুষ ভীষণ ভালোবাসেন। তিনি ঝিমিয়ে পড়া সমাজ ব্যবস্থাকে জাগিয়ে তুলেছেন নতুন করে। শিল্প সাংস্কৃতিক জগতেও রয়েছে তার সমান পদচারণা। বিয়ে বাড়ি থেকে শুরু করে সামাজিক প্রত্যেকটি কাজে নিয়োজিত থেকে মানুষের বিপদে ছুটে চলেন আপন গতিতে।