লালমোহনে জনতার হাতে চোর আটক

ভোলার লালমোহনে এক চোরকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকা থেকে ওই চোরকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটককৃত ওই চোর পৌরসভার সমিতির মাঠ এলাকার খালেকের ছেলে শিবলি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সবুজবাগ এলাকার একটি বাসায় চুরি করতে ঢুকে শিবলি। এসময় বাসায় থাকা মহিলারা বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার দিলে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই চোর। এরপর চারদিক থেকে লোকজন ছুটে এসে একটি বাগানের মধ্য থেকে তাকে আটক করে। পরে চোর শিবলিকে লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, শিবলি পৌরসভার একটি বড় চোর চক্রের সঙ্গে জড়িত। যারা পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে পানি তোলার বৈদ্যুতিক মোটর, ফ্যান এবং মোবাইলসহ বসত ঘরের বিভিন্ন মালামাল দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। এদের এমন কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে উঠেছেন পৌরবাসি। এই চোর চক্রের বিষয়ে খোঁজ নিয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, স্থানীয়রা এক যুবককে আটক করে আমাদের কাছে দিয়েছে। পরে রাতে ওই যুবকের বাবা-মা এসে মুচলেকা দিয়ে তাকে নিয়ে যায়। এছাড়া, লালমোহনের চোর চক্রের ব্যাপারে আমাদের কঠোর অবস্থান রয়েছে। সক্রিয় চোর চক্রকে আটক করতে আমাদের পুলিশ কাজ করছে।
-এইচপি