লালমোহনে ঝড়ে ক্ষতিগ্রস্তদের গৃহ পূনঃনির্মাণ সহায়তা

লালমোহনে ঝড়ে ক্ষতিগ্রস্তদের গৃহ পূনঃনির্মাণ সহায়তা
ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবারকে গৃহ পূনঃনির্মাণের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে এনজিও সংস্থা জাগো নারীর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে গৃহ পূনঃনির্মাণ সহায়তার প্রথম কিস্তির ১০ হাজার টাকা প্রদান করা হয়।

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক শিপন, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার, চরভূতা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ লিটনসহ এনজিও সংস্থা জাগো নারীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল লালমোহন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হওয়া বদরপুর ইউনিয়নের ২৮টি ও চরভূতা ইউনিয়নের ৩৮টি সহ মোট ৬৬ পরিবারের মাঝে এই অনুদানের টাকা প্রদান করা হয়।

লালমোহননিউজ/ জেজে-এইচপি