বোরহানউদ্দিনে ৯ হাজার ৮ ‘শ পিস  ইয়াবাসহ আটক ১

জে. এম.মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ৷

রবিবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন বেড়ীবাধঁ সংলগ্ন চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয় ৷ সে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আজাহার মীরের ছেলে ৷ 

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সিজার হোসেন ও এসআই মোঃ হেলালুর রহমান সঙ্গীয় ফোর্স যাত্রীবাহী একটি অটোরিক্সাতে তল্লাশী চালিয়ে তাকে আটক করে ৷ এসময় তার সাথে থাকা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয় ৷ যার আনুমানিক মূল্য উনচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা ৷

ওইদিন দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান, বোরহানউদ্দিন থানার অফিসার্স  ইনচার্জ (ওসি) মোঃ জাব্বারুল ইসলাম ৷ তিনি আরো জানান, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হবে ৷ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ৷

লালমোহননিউজ/ -এইচপি