বোরহানউদ্দিনে ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের

বোরহানউদ্দিনে ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের
প্রতিকী ছবি
জে.এম.মমিন, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিনে ট্রাক চাপায় মো. তাহরিম নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সড়কের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে ৷
নিহত ওই স্কুল ছাত্র পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাজারের কাপড় ব্যবসায়ী বাদল খলিফার ছেলে ৷ এছাড়া, নিহত তাহরিম কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ছিল ৷
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট ভর্তি একটি ট্রাক বোরহানউদ্দিন বাজারের দিকে যাচ্ছিল। স্কুল ছাত্র তাহরিম সাইকেলে করে বিপরীত দিক থেকে আসছিল ৷ এ সময় ওই ট্রাকের ডান পাশে তাহরিমের সাইকেলটি লেগে পড়ে গিয়ে চাকায় চাপা পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাহরিমের শারীরিক অবস্থা দেখে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ 
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ৷
-এইচপি