লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেমের মর্মান্তিক মৃত্যু
ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইফুল ইসলাম নামে ২২ বছর বয়সী মসজিদের এক খাদেমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাইফুল ইসলাম একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার ফকির বাড়ির মো. ফারুকের ছেলে এবং গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেম ছিলেন।
জানা গেছে, দুপুরের দিকে গজারিয়া বাজারের পূর্ব পাশে একটি মোক্তবের দুইতলা ভবনের ছাদে বিছানা শুকাতে উঠেন সাইফুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের ছাদের পাশে থাকা বিদ্যুতের উচ্চমাত্রার সংযোগের সংস্পর্শে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি।
এতে ঝলসে যায় সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাদ থেকে নিচে নামান। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি মসজিদের খাদেম সাইফুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় সাইফুল ইসলাম নামে মসজিদের ওই খাদেমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি