শেখ হা‌সিনা পা‌লি‌য়ে‌ছে, হেফাজত পালায়নি: মামুনুল হক

শেখ হা‌সিনা পা‌লি‌য়ে‌ছে, হেফাজত পালায়নি: মামুনুল হক

নীল রতন, বিশেষ প্রতি‌নি‌ধি: বাংলা‌দেশ হেফাজত ইসলা‌মের কে‌ন্দ্রিয় যুগ্ন মহাসচীব আলাম্মা মামুনুল হক ব‌লে‌ছেন, আমরা পালাই‌নি পা‌লি‌য়ে‌ছে ই‌তিহা‌সের গণহত‌্যাকারী,খুনী,জা‌লিম শেখ হা‌সিনা ও দোষররা ।হেফাজত কখ‌নো পা‌লি‌য়ে যা‌বেনা আগামী বাংলা‌দেশ প‌রিচালনা কর‌বে হেফাজত । ২০০৯ থে‌কে ২০২৪ পর্যন্ত ফ‌্যাসীবাদী আ`লীগ সরকার বিনা কার‌ণে গু‌লি ক‌রে পা‌খির মত মানুষ হত‌্যা ক‌রে‌ছে ।

বি‌শেষ ক‌রে ২০১৩ সা‌লের ৫ ও ৬ মে শাপলা চত্ত‌রে রা‌তের আধা‌রে ই‌লেক‌ট্রিসি‌টি বন্ধ ক‌রে নবী প্রেমিক মুসলমান‌দের প্রার্থনারত অবস্থায় গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে ওই জা‌লিম সরকার । বর্তমা‌নে আন্তর্জা‌তিক ট্রাইবুনাল গ‌ঠিত হ‌য়ে‌ছে শাপলা চত্ত‌রের খুন, চট্টগ্রা‌মের হাটহাজীর খুন, ২৪ সা‌লের ছাত্র-জনতা খুন সহ সকল খু‌নের বিচার করা হবে এ বাংলার মা‌টি‌তে ।

বর্তমান শিক্ষা ব‌্যবস্থা সম্প‌র্কে মামুনুল হক ব‌লেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ছলচাতুরি বরদাশত করা হবে না। হেফাজত অনেক বিষয়ে ছাড় দিতে পারে কিন্তু আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ করার চেষ্টা করা হলে তাদের চেয়ে কঠোর আর কেউ হবে না। এ দেশে ইসলামবিরোধী কোনো নাস্তিক্যবাদী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশকে ইসলামশূন্য করতে নানা ষড়যন্ত্র চলেছে। ২৪ এর জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করারও ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে আবার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে।

বুধবার বিকা‌লে বাংলাদেশ হেফাজত ইসলাম বোরহানউ‌দ্দিন উপজেলা শাখার আ‌য়োজ‌নে মহাস‌ম্মেল‌নে স্থানীয় সরকারী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে প্রধান বক্তার ভাষ‌ণে এ সব কথা ব‌লেন মামুনুল হক ।

হেফাজত ইসলাম ভোলা জেলা শাখার সভাপ‌তি সভাপতি মাওলানা আনসার সা‌হে‌বের সভাপতিত্বে মহা স‌ম্মেল‌নে বক্তব্য রাখেন, কে‌ন্দ্রিয় সিনিয়র সহ সভাপ‌তি মাওলানা আব্দুল হা‌মিদ পীর, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, প্রমুখ।

লালমোহননিউজ/ -এইচপি