লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও মো. শাহ আজিজ। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরশহরের বনানী সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ওই দুই ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানাকৃত সারের দোকানগুলো হচ্ছে- এস আলম ব্রাদার্স ও আসিফ এন্টারপ্রাইজ।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি; পৌরশহরের বনানী সড়ক এলাকার কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। যার জন্য সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করেছি। সামনের দিকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি