বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবক আটক, ড্রেজার ও বলগেট জব্দ  

বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবক আটক, ড্রেজার ও বলগেট জব্দ  
বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের অভিযানে তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইফুল ইসলাম নামে এক যুবককে  আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ড্রেজার মেশিন ও ৫ হাজার ঘনফুট বালু ভর্তি বলগেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পর্যন্ত চলা অভিযানে তেঁতুলিয়া নদীর গংগাপুর অংশের ইকোপার্কের চর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক, ড্রেজার মেশিন ও বলগেট জব্দ করা হয়। 

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, ড্রেজার মেশিন দিয়ে একটি মহল অবৈধভাবে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অনেকে পালিয়ে যান। তবে এ সময় সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক, ড্রেজার মেশিন ও বালু ভর্তি বলগেট জব্দ করা হয়। জব্দকৃত ওই যুবকসহ অন্যান্য জিনিসপত্র পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিচার করা সম্ভব হলেও বেশিরভাগ অভিযুক্ত পালিয়ে যাওয়ায় ন্যায় বিচারের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী আব্দুস শহিদ বাদি হয়ে থানায়  একটি মামলা দায়ের করেছেন। অভিযানে সহযোগিতা করেছেন বোরহানউদ্দিন থানা  ও নৌ-পুলিশের সদস্যরা।

লালমোহননিউজ/ -এইচপি