লালমোহনে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ অব্যাহত

ভোলার লালমোহন উপজেলার নদী-সাগরে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অফিসার্স ক্লাবে নৌযানের মালিকদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুমতিপত্র তুলে দেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। পর্যায়ক্রমে লালমোহন উপজেলার রেজিস্ট্রেশনকৃত ২৮৯টি নৌযান মালিককে এ অনুমতিপত্র প্রদান করা হবে।
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা-২০২৩ অনুযায়ী সকল উপকূলীয় এলাকার নদী ও সাগরে মৎস্য আহরণের জন্য নৌযান অথবা ট্রলারের ৩ বছর মেয়াদি অনুমতিপত্র/লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়। ওই বিধিমালা অনুযায়ী আর্টিস্যানাল নৌযান মালিকদের মাঝে মৎস্য আহরণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র বিতরণের এই উদ্যোগ নেয় মৎস্য দপ্তর।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে এ সময় বরিশাল বিভাগের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এসএম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ এবং উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি