দালাল শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবার সুযোগ দেওয়া যাবে না: মামুনুল হক

ফ্যাসিবাদী এবং বিদেশী প্রভুদের দালাল শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবার সুযোগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, জালিম সরকার ও আধিপত্যবাদী ভারতের সেবাদাসের পতনের মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিশ্বদরবারে জানান দিতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা দক্ষিণের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক আরো বলেন, ২০২৪-এর জুলাই-আগস্টের বিপ্লবের মধ্যদিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের যুবক ও তরুণ প্রজন্ম যদি রুখে দাঁড়ায় এবং দেশবাসী যদি তাদেরকে সমর্থন জোগায় তাহলে কোনো আধিপাত্যবাদী শক্তিই জাতির ওপর আর ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না।
বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলার যুগ্ম-আহ্বায়ক মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মো. ওবাইদুল্লাহ মাদানী, ভোলা জেলা উত্তরের আহ্বায়ক মাওলানা মাকসুদুর রহমান, জেলা উত্তর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দক্ষিণের সভাপতি মোহাম্মদ শামউন যওক, উত্তরের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি