লালমোহনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর পরিচিতি সভা

লালমোহনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর পরিচিতি সভা
লালমোহনের নবাগত ইউএনওর পরিচিতি সভায় সাংবাদিকরা।

ভোলার লালমোহন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা করেছেন নবাগত ইউএনও মো. তৌহিদুল ইসলাম। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় লালমোহন উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে এবং বিভিন্ন ধরনের অপরাধ রোধে   সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মো. তৌহিদুল ইসলাম। 

পরিচিতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. জসিম জনি, সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল হক রিংকু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদসহ লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি