বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফাইল ছবি।

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে সোহাগ নামে ২৬ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। মৃত সোহাগ উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহে আলম হাওলাদারের ছেলে । 

নিহত সোহাগের চাচাতো ভাই কাজল জানান, কয়েকজন শ্রমিক মিলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়ায় মাইনউদ্দিন হাজির ভবনের নির্মাণ কাজ করেন। রোববার ওই ভবনের ছাদ ঢালাইয়ের কথা রয়েছে। এজন্য সেখানে একটি ভাইব্রেটর মেশিন আনা হয়।

সোহাগ ওই মেশিনটি চেক করতে বিদ্যুতের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে। এরপর সেখান থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, আমরা এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহননিউজ/ -এইচপি