বোরহানউদ্দিনে র্যাবের অভিযানে ডাকাত গ্রেফতার

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে র্যাব-৮ এর বিশেষ অভিযানে হত্যা, চাঁদাবাজী ও ডাকাতি সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত ডাকাত শামসুদ্দিন (৫২) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু মাছঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের মৃত আলতাফ হোসেনের ছেলে।
অভিযান পরিচালনাকারী র্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি জানান, কুখ্যাত ডাকাত শামসুদ্দিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী ও ডাকাতি সহ ৬টি মামলা চলামান রয়েছে। এর মধ্যে ৩ মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ১টি ছিনতাই ও মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অস্ত্র নিয়ে ডাকাতি করা ও চাঁদার টাকা আদায় করার অপরাধে আরো একটি মামলা চলমান রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী তজুমদ্দিন থানায় ডাকাতি, চুরি ও হত্যাচেষ্টাসহ নানা অপরাধ সংঘটিত করার কারনে আরো ৪টি মামলা রয়েছে। র্যাব তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
লালমোহননিউজ/ -এইচপি