চরফ্যাশনে পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন সেনটারী মিস্ত্রি, টাকায় মিলল রক্ষা

চরফ্যাশনে পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন সেনটারী মিস্ত্রি, টাকায় মিলল রক্ষা
ছবি: লালমোহন নিউজ

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এক মাদ্রাসা শিক্ষার্থী প্রেমিকার সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছে মো.আবু তাহের (২৫) নামের এক সেনেটারী মিস্ত্রি। সোমবার (২০ মে) রাত ৯ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের উত্তর চরমানিকা গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ায় ধরা খাওয়া আবু তাহের ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোবারক সরদারের ছেলে। মাদ্রাসা শিক্ষার্থী প্রেমিকা মুন্নী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আখেরী মিলনের মেয়ে।এবং উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, উপজেলার চরমানিকা ইউনিয়নের উত্তর চরমানিকা গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী মোসা.মুন্নীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল আবু তাহেরের। ফলে প্রায় রাতে তিনি ওই মাদ্রাসা শিক্ষার্থীর নানার বাড়িতে আসা-যাওয়া করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯ টার দিকে ওই শিক্ষার্থীকে একা ঘরে পেয়ে তার কাছে যান। একপর্যায়ে শিক্ষার্থীর নানার বসতঘরের মধ্যে আবু তাহেরকে প্রবেশ করতে দেখে স্থানীয় ভুট্টু সহ কয়েকজন বসতঘরের মধ্যে থেকে তাকে আটক করেন।

পরে ১৫ হাজার টাকার রফাদফায় পরকীয়া প্রেমিক আবু তাহেরকে তারা ছেড়ে দিলে সে দৌড়ে পালিয়ে যান। এসব তথ্য নিশ্চিত করে উত্তর চরমানিকা গ্রামের বাসিন্দা ভুট্টু জানান, যুবকের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা রাখা হয়েছে। আর বাকি ৫ হাজার টাকা পাঠাবে বলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষার্থী প্রেমিকা মুন্নী জানান, দীর্ঘদিন পর্যন্ত আবু তাহের সঙ্গে আমার প্রেম চলছিল। এরই ধারাবাহিকতায় সে সোমবার রাতে আমার নানা বাড়িতে আমার কাছে আসলে স্থানীয়রা তাকে আটক করে কোথায় নিয়ে গেছে আমার জানা নাই। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পরকীয়া প্রেমিক আবু তাহের পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে তার স্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি উভয়কেই আইনের আওতায় আনার দাবী জানান।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। এমন কিছু পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহননিউজ/ -এইচপি