চরফ্যাশনে জেলেরা পেলেন জীবন রক্ষাকারী সরঞ্জাম

চরফ্যাশনে জেলেরা পেলেন জীবন রক্ষাকারী সরঞ্জাম
হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ‘সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ বিষয়ে ২দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে  তাদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে চরফ্যাশনের ৩০ জেলে মাঝিমাল্লা কর্মশালায় অংশ নেন।  সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মারুফ হোসেন মিনার।
ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটির আয়োজনে চরফ্যাশন মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ইকোফিশের গবেষণা সহযোগী মো. আব্দুল হামিদ শেখ, সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান জেলের এ বিষয়ে প্রশিক্ষণ দেন।
এরপর চরফ্যাশন উপজেলার প্রশিক্ষিত ৩০ মাঝি মাল্লাদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরাজ মৎস্য সহ-ব্যবস্থা কমিটির সভাপতি সভাপতি মো.আলাউদ্দিন পাটোয়ারী,সামরাজ মৎস্য অবতরণ কেন্দ্রের বোট-ট্রলার মালিক সমিতির সভাপতি জনাব মোঃ কামাল মাঝি।বিভিন্ন  বর্জ্য ফেলার কারনে সাগরের তলদেশ ক্রমে ভরাট হয়ে পানির স্তর বেড়ে যাচ্ছে।এসব কারনে প্রভাবে সাগরে মৎস্য সংখ্যা কমে যেতে  পারে।
লালমোহননিউজ/- জেডি