লালমোহনে পানিতে ডুবে যুবতীর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে যুবতীর মৃত্যু
প্রতিকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. নার্গিস বেগম নামে ২৮ বছর বয়সী এক যুবতীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লালমোহন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নার্গিস ওই এলাকার মো. আবুল কালামের মেয়ে।

জানা গেছে, নার্গিস মৃগী রোগে আক্রান্ত ছিল। বৃহস্পতিবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে বাড়ির পুকুরে থালা-বাসন নিয়ে পরিষ্কার করতে যান নার্গিস। পুকুরে যাওয়ার অনেকক্ষণ পরেও তিনি ঘরে না ফেরায় তাকে খুঁজতে যান তার মা। এ সময় তিনি পুকুরের মধ্যে থালা-বাসন ভাসতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন।

লোকজন এসে পুকুরে নেমে নার্গিসকে খোঁজা শুরু করেন। খোঁজাখুঁজি করতে করতে বেলা গড়ায় বিকাল পর্যন্ত। একপর্যায়ে ডুবন্ত অবস্থায় পুকুরের মধ্য থেকে নার্গিসকে উদ্ধার করে হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে নার্গিসকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবতীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি