চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন গিয়াসউদ্দিন

চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন গিয়াসউদ্দিন
ছবি: লালমোহন নিউজ
হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দুই বারের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন।
শুক্রবার সকাল ১১ টায় দায়িত্ব গ্রহণ করে ইউনিয়ন পরিষদের অফিস করেন তিনি।
মেম্বার গিয়াসউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানান। 
ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক বলেন, চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর সোমবার (২০ নভেম্বর) বিকালে স্থানীয় সরকার বিভাগের এক স্বাক্ষরিত চিঠিতে গিয়াসউদ্দিন মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। 
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১.২৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চরমানিকা ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান ও সাবেক সফল আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ হাওলাদার মৃত্যুবরণ করেন।
এরপর উপজেলা প্রশাসন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে। নিয়মতান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মর্মে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত গিয়াসউদ্দিন মেম্বার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
লালমোহননিউজ/ -এইচপি