লালমোহনে ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন’ নিয়ে মুক্ত আলোচনা

ভোলার লালমোহনে অর্ধশত শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘গুনগত শিক্ষায় অর্জিত হবে উন্নত ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে এ মুক্ত আলোচনার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিকর ফাউন্ডেশন’।
বিদ্যালয়টির নবম-দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের অন্তত অর্ধশত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মুক্ত আলোচনায় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন বিভিন্ন মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে অধ্যায়নরত রবিকর ফাউন্ডেশনের সদস্যরা। এছাড়াও এসব শিক্ষার্থীদের নিয়ে একাডেমিক কুইজ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের ক্রেস্ট ও ম্যাগাজিন প্রদান করা হয়।
এ আলোচনার বিষয়ে রবিকর ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আশফাক নওসাধ জানান, একটি সুশিক্ষিত ও উজ্জ্বল প্রজন্ম গড়ার লক্ষে তাদের এই পথচলা অব্যাহত থাকবে। আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখতে সকলের সহাযোগিতা কামনা করেন তিনি।
এ সময় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক আবু সাঈদ, রজব আলী বাচ্চু এবং হোসনে আরা নাহারসহ স্বেচ্ছাসেবী সংগঠন রবিকর ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।