লালমোহনে ৩ হাজার মিটার জাল জব্দ, এতিমখানায় গেল মাছ
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে ৩ হাজার মিটার জাল ও বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
রোববার উপজেলার মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দকৃত জাল রোববার রাতে মঙ্গলসিকদার লঞ্চঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ পুলিশ সদস্য ও মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি